এশিয়ার শ্রেষ্ঠ খাদ্য ও পানীয় প্রস্তুতকারকের পুরস্কার পেল প্রাণ
কৃষিপণ্য প্রক্রিয়াজাত, কাস্ট আয়রন ও প্লাস্টিক পণ্য উত্পাদন এবং রফতানিকারক প্রতিষ্ঠান ‘প্রাণ-আরএফএল গ্রুপ’ এশিয়ার শ্রেষ্ঠ খাদ্য ও পানীয় প্রস্তুতকারক প্রতিষ্ঠান হিসেবে মালয়েশিয়া থেকে ‘ইউডিসি এশিয়া বেস্ট ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাক্টস অব দ্য ইয়ার ২০১১’ অর্জন করেছে। এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের প্রাণ-আরএফএল গ্রুপ আন্তর্জাতিক অঙ্গনে ব্যবসায়িক পরিধি বিস্তৃতির ক্ষেত্রে সাফল্যজনকভাবে শ্রেষ্ঠত্ব অর্জন করায় এ সম্মাননা দেয়া হলো।
সম্প্রতি মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের পুত্রা ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে আয়োজিত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক উজমা চৌধুরীর হাতে সম্মাননা সনদ তুলে দেন ইউডিসি বিজনেস অ্যাওয়ার্ডের চেয়ারম্যান কলিন বন্ড এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এরলিয়ানা নূর। মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ, মালয়েশিয়ায় প্রাণের কান্ট্রি ম্যানেজার আসিফ সাইগালসহ গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। প্রাণ-আএফএলের পণ্য মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আফ্রিকাসহ বিশ্বের ৭৭টিরও বেশি দেশে রফতানি হচ্ছে। জাতীয় রফতানি বৃদ্ধি এবং মূল্যবান বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় প্রক্রিয়াজাত খাদ্য ক্যাটাগরিতে ‘প্রাণ’ বিগত ৮ বছর ধারাবাহিকভাবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ রফতানিকারকের পুরস্কার পেয়েছে। বহির্বিশ্বে প্রাণের রফতানি কার্যক্রম তদারকি এবং বাণিজ্য সম্প্রসারণের লক্ষ্যে গ্রুপের দুই শতাধিক প্রতিনিধি নিয়মিতভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে উত্পাদিত পণ্যসামগ্রীর ক্রমেই মান উন্নয়ন এবং সঠিক বিপণন ব্যবস্থা গ্রহণের ফলে প্রাণ পণ্যসামগ্রীর চাহিদা ক্রমেই বৃদ্ধি পাচ্ছে। বিজ্ঞপ্তি
No comments