নেপালে সড়ক দুর্ঘটনায় ৪৩ জন নিহত
নেপালের পূর্বাঞ্চলে পাহাড়ি সড়ক দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৮০ কিলোমিটার পূর্বে সিন্ধুলি জেলায় এ দুর্ঘটনা ঘটে।
সিন্ধুলি জেলার পুলিশ কর্মকর্তা লোকেন্দ্রা শ্রেষ্ঠ জানান, বাসটি পাহাড়ের ওপরের একটি সড়কের অসমাপ্ত অংশ থেকে ৩০০ মিটার নিচের খরস্রোতা সানকোশি নদীতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এরই মধ্যে ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভালো করে তল্লাশি চালানো হলে আরও মৃতদেহ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
জেলার প্রধান কর্মকর্তা বেনিমাধব গাওয়ালি জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগে এর ছাদে থাকা ১১ জন যাত্রী লাফিয়ে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে। বেশ কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
সিন্ধুলি জেলার পুলিশ কর্মকর্তা লোকেন্দ্রা শ্রেষ্ঠ জানান, বাসটি পাহাড়ের ওপরের একটি সড়কের অসমাপ্ত অংশ থেকে ৩০০ মিটার নিচের খরস্রোতা সানকোশি নদীতে পড়ে যায়। ঘটনাস্থল থেকে এরই মধ্যে ৪৩টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। বাসটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ভালো করে তল্লাশি চালানো হলে আরও মৃতদেহ পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
জেলার প্রধান কর্মকর্তা বেনিমাধব গাওয়ালি জানান, বাসটি নদীতে পড়ে যাওয়ার আগে এর ছাদে থাকা ১১ জন যাত্রী লাফিয়ে পড়ে আত্মরক্ষার চেষ্টা করে। বেশ কয়েকজন আহত যাত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
No comments