ওয়াশিংটনের অভিযোগ নিয়ে বিশ্লেষকদের সংশয়

সৌদি রাষ্ট্রদূতকে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের উত্তপ্ত সম্পর্ক আবারও উত্তেজনা ছড়াতে শুরু করেছে। চার দফা নিষেধাজ্ঞার পরও ইরানের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর উদ্যোগ নিচ্ছে যুক্তরাষ্ট্র। যদিও যুক্তরাষ্ট্রের অভিযোগকে 'হাস্যকর, ভিত্তিহীন ও সাজানো' বলে উল্লেখ করেছে ইরান। তবে বিশ্লেষকদের মধ্যে পুরো বিষয়টি নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। ইরানের ওপর মার্কিন অভিযোগের সত্যতা বা যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তুলেছেন তাঁরা।মেঙ্েিকার কুখ্যাত মাদকচক্র 'লস সেতাস' এর সাহায্য নিয়ে ইরান সৌদি রাষ্ট্রদূতকে হত্যার পরিকল্পনা করেছিল বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র।


কিন্তু ইরান বা তার প্রভাবশালী রেভল্যুশনারি গার্ড বাহিনীর বৈশিষ্ট্যের সঙ্গে এ অভিযোগকে মেলাতে পারছেন না বিশ্লেষকরা। ইরানে ইসলামী শাসনের ৩২ বছরের ইতিহাসে দেশটির সরকার বা কুদস বাহিনীকে (রেভল্যুশনারি গার্ডের বিশেষ শাখা) কোনো ধরনের ষড়যন্ত্রের সঙ্গেই সরাসরি জড়ানো যায়নি। বিশ্লেষকরা জানান, নিজেদের গতিবিধি আড়াল রাখতে তারা সব সময়ই চরম দক্ষতাসম্পন্ন অন্য কোনো পক্ষের সাহায্য নেয়। লেবাননভিত্তিক হিজবুল্লাহ, গাজাভিত্তিক হামাস, ইরাকি শিয়াপন্থি জঙ্গি বা তালেবানও এই দলগুলোর অন্যতম।
যুক্তরাষ্ট্রের মতো দেশে হামলার জন্য ইরান সরাসরি ইরানি বংশোদ্ভূত কাউকে নিযুক্ত করবে_এটা বিশ্বাসযোগ্য মনে করছেন না বিশ্লেষকরা। মনসুর আরবাবসিয়ার নামের যাকে যুক্তরাষ্ট্র গ্রেপ্তার করেছে, তার বিরুদ্ধে চুরি ও গ্রেপ্তার এড়ানোর চেষ্টার রেকর্ড আছে। মার্কিন বিচার বিভাগ গত মঙ্গলবার অভিযোগ করে, আরবাবসিয়ার সেতাস মাদকচক্রের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরিকল্পনা বাস্তবায়নের জন্য রেভল্যুশনারি গার্ড তার মাধ্যমে সেতাসকে ১০ লাখ ডলারও পাঠিয়েছিল। ব্রিটেনের বার্মিংহ্যাম বিশ্ববিদ্যালয়ের যুক্তরাষ্ট্র-ইরান সম্পর্কবিষয়ক বিশ্লেষক অধ্যাপক স্কট লুকাস বলেন, 'এ ধরনের কোনো ঘটনা ঘটেনি, আমি তা বলতে চাই না। তবে সন্দেহগুলো যাচাই করা উচিত আমাদের। কুদস বাহিনী যদি আরবাবসিয়ারের মতো অনির্ভরযোগ্য কাউকে অভিযানের কাজে নিযুক্ত করে, তা হলে আমি খুবই অবাক হব।'
যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক সদস্য বব বায়ার বলেন, 'হাতেনাতে ধরা পড়া কুদস বাহিনীর সঙ্গে একেবারেই সাদৃশ্যপূর্ণ নয়। বিশ্বের খুব কম দলই কুদস বাহিনীর চেয়ে ভালো করে অভিযান চালাতে পারে। নিজেদের কাজ সম্পর্কে তারা জানে। সূক্ষ্মভাবে সবকিছু পরীক্ষা-নিরীক্ষা করেই তারা নিজেদের প্রতিনিধি নিযুক্ত করে। ইরানি নাগরিকদের কখনই এসবে জড়ায় না।' কুদস বা রেভল্যুশনারি বাহিনীর 'শঠ' কোনো একটি অংশ এ ষড়যন্ত্রে জড়িত থাকতে পারে বলেও সন্দেহ তৈরি হয়েছে। তবে এখন পর্যন্ত এরকম কোনো প্রমাণ পাওয়া যায়নি।
সৌদি রাষ্ট্রদূতকে হত্যা ইরানের জন্য লাভের চেয়ে লোকসানই ঢের বেশি বলে জানান বিষেশজ্ঞরা। কারণ এমন কোনো ঘটনা ঘটলে তা নিষেধাজ্ঞা বাড়ানোর পাশাপাশি ইরানকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে আরো দূরে ঠেলে দেওয়ার ঝুঁকি তৈরি করবে। এমনকি ইরানের ওপর সামরিক অভিযানের হুমকিও তৈরি হতে পারে। সাবেক বুশ প্রশাসনের ইরানবিষয়ক উপদেষ্টা হিলারি ম্যান লেভেরেট বলেন, 'সৌদি রাষ্ট্রদূত আদেল আল জুবেইরের ওপর হামলায় ইরানের কোনো লাভ নেই। বরং তাদের জাতীয় নিরাপত্তার জন্যই বিষয়টি হুমকি হয়ে দাঁড়াতে পারে।'
যুক্তরাষ্ট্র বা সৌদি আরবকে শিক্ষা দিতে ইরানের কাছে আরো সহজ লক্ষ্যবস্তু আছে বলেও মনে করেন বিশ্লেষকরা। ইরাক বা আফগানিস্তানে মার্কিন বাহিনীর বিরুদ্ধে সহিংসতা উসকে দেওয়া ও সৌদি আরব লাগোয়া বাহরাইনের মতো দেশে অস্থিরতা তৈরির অভিযোগ রয়েছে ইরানের বিরুদ্ধে। তা ছাড়া মেঙ্েিকার মাদকচক্রগুলো প্রতিবেশী দেশ যুক্তরাষ্ট্রে মাদক চোরাচালান করে শত শত কোটি ডলার উপার্জন করে। সেখানে মাত্র কয়েক লাখ ডলারের বিনিময়ে তারা উপার্জনের প্রধান
উৎস অস্থির করে তুলবে_এমনটাও অসম্ভব বলে দেখছেন বিশ্লেষকরা। সূত্র : সিএনএন, এএফপি।

No comments

Powered by Blogger.