পদত্যাগের দাবি নাকচ আস্থা ভোটের আহ্বান
ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বেরলুসকোনি তাঁর পদত্যাগের দাবি নাকচ করে দিয়ে পার্লামেন্টে তাঁর সরকারের পক্ষে আস্থা ভোটের আহ্বান জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার পার্লামেন্টে দেওয়া এক ভাষণে তিনি এ আহ্বান জানান। এ সময় তিনি বলেন, তাঁর সরকারের পতন হলে দেশটিতে অর্থনৈতিক বিপর্যয় নেমে আসবে।
পার্লামেন্টে দেওয়া ভাষণে ৭৫ বছর বয়সী বেরলুসকোনি বলেন, এই মুহূর্তে তাঁর মধ্য-ডানপন্থী সরকারের কোনো বিকল্প নেই। তাঁর সরকারের যদি পতন ঘটে, তবে আগাম নির্বাচনই একমাত্র বিকল্প। তিনি আরও বলেন, ‘শুধু বেরলুসকোনি-বিদ্বেষ থেকে আমার সরকারের বিরুদ্ধে হিংসাত্মক প্রচারণা চালানো হচ্ছে। তার পরও আমরা পরিবার ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যেতে চাই।’
ইতালির প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকারের একমাত্র কাজ ও দায়িত্ব হচ্ছে দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করা। আগাম নির্বাচন এ সংকট থেকে উত্তরণের কোনো উপায় হতে পারে না বলেও তিনি মত প্রকাশ করেন।
এদিকে বিরোধী মধ্য-বামপন্থী আইনপ্রণেতারা বেরলুসকোনির এ ভাষণ বয়কট করেন। তবে তাঁরা আজ শুক্রবার আস্থা ভোটে অংশ নেবেন বলে জানিয়েছেন।
পার্লামেন্টে দেওয়া ভাষণে ৭৫ বছর বয়সী বেরলুসকোনি বলেন, এই মুহূর্তে তাঁর মধ্য-ডানপন্থী সরকারের কোনো বিকল্প নেই। তাঁর সরকারের যদি পতন ঘটে, তবে আগাম নির্বাচনই একমাত্র বিকল্প। তিনি আরও বলেন, ‘শুধু বেরলুসকোনি-বিদ্বেষ থেকে আমার সরকারের বিরুদ্ধে হিংসাত্মক প্রচারণা চালানো হচ্ছে। তার পরও আমরা পরিবার ও ব্যবসায়ীদের স্বার্থে কাজ করে যেতে চাই।’
ইতালির প্রধানমন্ত্রী জানান, তাঁর সরকারের একমাত্র কাজ ও দায়িত্ব হচ্ছে দেশকে অর্থনৈতিক সংকট থেকে মুক্ত করা। আগাম নির্বাচন এ সংকট থেকে উত্তরণের কোনো উপায় হতে পারে না বলেও তিনি মত প্রকাশ করেন।
এদিকে বিরোধী মধ্য-বামপন্থী আইনপ্রণেতারা বেরলুসকোনির এ ভাষণ বয়কট করেন। তবে তাঁরা আজ শুক্রবার আস্থা ভোটে অংশ নেবেন বলে জানিয়েছেন।
No comments