রাজনৈতিক দলগুলো ক্ষমতা চায়, কিন্তু আইন মানতে নারাজ
আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, রাজনৈতিক দলগুলো নীতি-আদর্শ বিসর্জন দিয়ে হিংসা-বিদ্বেষ ও হানাহানিতে লিপ্ত। ক্ষমতা রক্ষা ও দখলেই তারা ব্যস্ত রয়েছে। কেউ আইন-সংবিধান মানতে রাজি না।গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় শিশু একাডেমীতে বিশ্ব শিশু দিবস ২০১১ উপলক্ষে আয়োজিত শিশু সাংস্কৃতিক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ চিলড্রেন থিয়েটার ফেডারেশন শিশু একাডেমীতে তিন দিনব্যাপী এই শিশু সাংস্কৃতিক ও নাট্যোৎসবের আয়োজন করেছে।
অনুষ্ঠানে সুরঞ্জিত সেনগুপ্ত বিএনপিকে উদ্দেশ করে বলেন, 'সংঘাত বন্ধ করে আইন ও বিচার ব্যবস্থার প্রতি সম্মান প্রদর্শন করুন এবং সংসদের ফিরে আসুন। রোডমার্চ দিয়ে পায়ে বেড়ি লাগাবেন না। এটা কোনো সুস্থ রাজনীতি নয়। অসুস্থ রাজনীতির মধ্যে সুস্থ রাজনীতি চর্চা করা যায় না।' অসাম্প্রদায়িক সাম্প্রদায়িকতা দিয়ে আটকে রাখা যায় না উল্লেখ করে সুরঞ্জিত বলেন, মানুষের দুঃখ কষ্ট লাঘব করেই মানুষের মন জয় করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে যে কৃত্রিম সংকট সৃষ্টি হয়েছে তা থেকে মুক্ত হয়ে দেশকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, অসাম্প্রদায়িক দেশ গড়তে মানুষ ও মনুষত্বের প্রয়োজন। এজন্য শিশুদের অন্তরকে বিকশিত করতে হবে। জাতি গঠনে শিশুদের প্রতি নজর না দিলে সে জাতি গঠন করা সম্ভব নয়। তাই সরকারের পাশাপাশি সবাইকে শিশুদের জন্য কাজ করতে হবে। শিশুদের উদ্দেশ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, 'মুক্তিযুদ্ধের ফুল ফুটবেই, তোমরা অবিনাশী, তোমাদের ধ্বংস নাই। আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি। একদিন তোমরা পিতা হবে। দেশের ভবিষ্যৎ নাগরিক হিসেবে তোমরা জাতির হাল ধরবে।' সংগঠনের সভাপতি শফিকুর রহমান তকদিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কবি মইন্নুদ্দিন কাজল, শফিকুল ইসলাম ডাবলু, মো. জসিম উদ্দিন সরকার, ইলিয়াসুর রহমান বাবু প্রমুখ। উদ্বোধনী দিনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
No comments