বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের চুক্তি

প্রাথমিক শিক্ষাখাতে বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি মার্কিন ডলারের ঋণচুক্তি স্বাক্ষর করেছে সরকার। প্রাথমিক শিক্ষা উন্নয়ন প্রকল্পের তৃতীয় পর্যায় বাস্তবায়নে এ অর্থ ব্যয় করা হবে। গতকাল রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ইকবাল মাহমুদ ও বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর অ্যালেন গোল্ডস্টেইন চুক্তিতে স্বাক্ষর করেন। এ সময় প্রাথমিক ও গণশিক্ষা সচিব একেএম আবদুল আউয়াল মজুমদারসহ বিশ্বব্যাংক এবং বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে গোল্ডস্টেইন বলেন, দারিদ্র্য কমিয়ে আনার প্রধান হাতিয়ার শিক্ষা। শিক্ষা অর্জনের মাধ্যমে আজকের শিশুরা পরিণত হয়ে ভালো চাকরির মাধ্যমে পর্যাপ্ত অর্থ উপার্জন করে সচ্ছল জীবনযাপন করতে পারবে। বিদ্যালয় থেকে ঝরেপড়া রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার প্রতি গুরুত্বারোপ করেন তিনি। বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশের ১ কোটি ৬৫ লাখ শিশুর মধ্যে শতকরা ৬০ ভাগ প্রাথমিক বিদ্যালয়ে যায়। আর প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হয় শতকরা ৪৪ ভাগ শিশু। এ অর্থসহায়তার মাধ্যমে ২০১৬ সালের মধ্যে শতকরা ৯৮ ভাগ শিশুর প্রাথমিক শিক্ষা নিশ্চিত করার লক্ষ্য নির্ধারণ করেছে বিশ্বব্যাংক।
এ সময়ের মধ্যে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির হার ৬৫ শতাংশে উন্নীত হবে বলে আশা করছে সংস্থাটি।

No comments

Powered by Blogger.