জনমনে আতঙ্ক : আহত ৫০ : বালিতে শক্তিশালী ভূমিকম্প

ন্দোনেশিয়ার বালি দ্বীপে বৃহস্পতিবার একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ৫০ জন আহত হয়েছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৬.০। এতে পর্যটন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং লোকজন ঘরবাড়ি থেকে বেরিয়ে আসে। ভূমিকম্পে বিভিন্ন ভবনে ফাটল দেখা দিয়েছে। ভূ-কম্পনবিদরা একথা জানান। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পের উত্পত্তিস্থল ছিল বালির রাজধানী ডানপাসারের দক্ষিণে সমুদ্রে।


তবে হাওয়াইভিত্তিক প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্ককরণ কেন্দ্র জানায়, এতে সুনামির কোনো সতর্কতা জারি করা হয়নি। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থার বালি দফতরের কর্মকর্তা ইন্দ্রো জাজোনো জানান, প্রধান পর্যটন অঞ্চল কুটায় কয়েক মিনিট ধরে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। তিনি এএফপিকে বলেন, ‘এতে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই ঘরবাড়ি থেকে দ্রুত বেরিয়ে যায়। পরে আমরা দফতরে ফিরে ভবনের দেয়ালে কিছু ফাটল দেখতে পাই। ’মার্কিন ভূ-কম্পনবিদরা জানান, ভূমিকম্পটির উত্পত্তিস্থল ছিল বালির রাজধানী ডানপাসারের প্রায় ১৩০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৬১.৩ কিলোমিটার গভীরে। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র সুতোপো পুরো নুগ্রেহো এএফপিকে জানান, ভূমিকম্পে ১৭ জন আহত হয়েছে। এদের কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়। ভূমিকম্পের ঘটনায় তিনটি বিদ্যালয় ও দুটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূতাত্ত্বিক সংস্থা জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের তীব্রতা ছিল ৬.৮ এবং এটি ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। তবে এতে সুনামির কোনো সম্ভাবনা নেই।

  

No comments

Powered by Blogger.