ট্রাম্পের বিরুদ্ধে ‘চুক্তিবদ্ধ না হয়েই’ যৌনসম্পর্কে বাধ্য করার অভিযোগ পর্নস্টারের
একের
পর এক বিতর্ক তৈরি করছেন ও জড়িয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড
ট্রাম্প। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কথিত রুশ হস্তক্ষেপ নিয়ে তদন্ত
চলাকালেই বেরিয়ে আসছে নারী বিতর্কের নতুন নতুন কাহিনী। ২০০৬ সালে তিনি এক
পর্নো তারকাকে নিজের হোটেল কক্ষে আমন্ত্রণ জানিয়েছিলেন বলে খবর বেরিয়েছে গত
মাসে। স্টর্মি ড্যানিয়েল নামে ওই তারকার মুখ বন্ধ করতে তিনি এজেন্টের
মাধ্যমে নির্বাচনের আগে ১ লাখ ৩০ হাজার ডলার দেন। এদিকে মাস না যেতেই আবারও
বিতর্কিত হলেন ডোনাল্ড ট্রাম্প। ৬ মার্চ, মঙ্গলবার স্টর্মি ড্যানিয়েল
নামের ওই পর্নস্টার ডোনাল্ড ট্রাম্পের নামে আদালতে মামলা করেছেন। মামলায়
তিনি অভিযোগ করেছেন, চুক্তিবদ্ধ না হয়েই ট্রাম্প তাকে যৌনসম্পর্কে বাধ্য
করেছেন। মার্কিন প্রেসিডেন্টের নামে মঙ্গলবার মামলাটি করা হয়েছে
ক্যালিফোর্নিয়ার রাজ্য আদালতে। পরে বুধবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ
খবর প্রকাশ করা হয়েছে। মামলার বিষয়টি টুইটারে প্রকাশ করেছেন পর্নস্টার
স্টর্মি ড্যানিয়েলের আইনজীবীও। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত
আইনজীবী মাইকেল কোহেন প্রেসিডেন্টের পক্ষে একটি দলিলে স্বাক্ষর করেছেন।
এদিকে, মামলার পর স্টর্মি ড্যানিয়েলের আইনজীবী অভিযোগ করেছেন, প্রেসিডেন্ট
ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ড্যানিয়েলকে চুপ করে দেয়ার জন্য ক্রমাগত চাপ
প্রয়োগ করে যাচ্ছেন।
No comments