এবার চাঁদে বসছে মোবাইল টাওয়ার!
এবার
চাঁদে মোবাইল টাওয়ার বসানোর প্রস্তুতি নিচ্ছে ভোডাফোন। খবর
আর্থটুয়েন্টিফোরডটকমের। মোবাইল ফোন সংস্থাটির দাবি, সব কিছু ঠিকঠাক থাকলে
২০১৯-এর মধ্যেই চাঁদে বসবে প্রথম মোবাইল টাওয়ার। তবে টাওয়ার বসানোর এ কাজে
ভোডাফোন একা নামছে না।
এ প্রকল্পে ভোডাফোনের সঙ্গে আছে নোকিয়া এবং গাড়ি
প্রস্তুতকারক সংস্থা অডি। ভোডাফোন কর্তৃপক্ষ জানিয়েছে, চাঁদে টাওয়ার বসানোর
যাবতীয় প্রযুক্তিগত সাহায্য করছে নোকিয়া। ২০১৯ সালে কেপ ক্যানাভেরাল থেকে
এলন মাস্কের কোম্পানি ‘স্পেস এক্স’-এর ‘ফ্যালকন ৯’ রকেটে করে চাঁদে পাঠানো
হবে ওই টাওয়ার। স্পেস এক্সের উদ্যোগে সেটাই হতে চলেছে বিশ্বের প্রথম
বেসরকারি চন্দ্রাভিযান। স্পেস এক্স এর আগেও দুবার সফলভাবে ফ্যালকন রকেটের
উৎক্ষেপণ করেছে। অভিনব এই প্রজেক্টটি নিয়ে ভোডাফোন জার্মানির চিফ
এক্সিকিউটিভ হান্স আমেটস্ট্রেটার বলেন, মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির
উন্নতিতে আমাদের এ প্রকল্প সাহায্য করবে বলে আমরা আশাবাদী। তবে কিভাবে এ
টাওয়ার কাজ করবে, তা জানানো হয়নি ভোডাফোনের পক্ষ থেকে।
No comments