অনলাইনে অর্ডার দিলেই মিলবে গণ্ডারের শিং!
সাম্প্রতিক
সময়ে অনলাইনে কেনাকাটায় ঝুঁকছে মানুষ। খাবারদাবার থেকে শুরু করে
প্রাত্যহিক জীবনের প্রয়োজনীয় সবকিছুই এখন মিলছে অনলাইন শপগুলোতে। আর সময়
বাঁচাতে মানুষও প্রয়োজনীয় সব পণ্য কিনছে এসব অনলাইন শপ থেকে।
তবে
নিত্যব্যবহার্য জিনিসের পাশাপাশি এবার অনলাইনে এমন জিনিসও মিলছে যা অবাক
করার মতোই! এখন অনলাইনে অর্ডার দিলেই মিলবে গণ্ডারের শিং-ও! তবে সব দেশে
নয়, কেবল দক্ষিণ আফ্রিকাতেই মিলবে এ সুযোগ। টাইমস অব মালটার এক প্রতিবেদনে
বলা হয়েছে, দক্ষিণ আফ্রিকায় অবৈধভাবে গণ্ডারের শিং বিক্রি রুখতেই নাকি এমন
উদ্যোগ নিয়েছে সরকার। কেবল দেশের ভেতরের গণ্ডারের শিং বৈধভাবে বিক্রির জন্য
দক্ষিণ আফ্রিকার প্রাইভেট রাইনো ওনার্স অ্যাসোসিয়েশন অনুমতি দেওয়া হয়েছে। এ
বিষয়ে দক্ষিণ আফ্রিকার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, গণ্ডারের শিং পাচার
নিয়ন্ত্রণের উদ্দেশ্যে তারা দেশের বাজারে অনলাইনে গণ্ডারের শিং বিক্রির
অনুমতি দিয়েছেন। এছাড়া এতে চোরা শিকারিদের হাতে গণ্ডার নিধন অনেকটাই কমবে
বলেও মনে করছেন তারা।
No comments