মূর্তি ভাঙচুর থামছেই না, ক্ষোভের মুখে বিজেপি
ক্ষমতাসীন
বিজেপির প্রার্থী জয়ের পর ভারতের ত্রিপুরা রাজ্যে লেনিনের মূর্তি ভাঙচুরের
ঘটনা দেশজুড়ে হৈচৈ ফেলে দেয়। এ নিয়ে কর্তৃপক্ষের কঠোর অবস্থানের পরও
পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। এরই মধ্যে বৃহস্পতিবার কেরলের কান্নুরে
ভারতের স্বাধীনতা সংগ্রামের নায়ক মহাত্মা গান্ধীর মূর্তি ভেঙে দেওয়া হয়েছে
বলে এনডিটিভর প্রতিবেদনে বলা হয়েছে। কান্নুরের থালিপরবা এলাকায় কিছু
অজ্ঞাত ব্যক্তি প্রথমে গান্ধীর চশমা ভেঙে দেয়, পরে মূর্তিটি ভেঙে পালিয়ে
যায় তারা। স্থানীয় পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে। সংবাদ মাধ্যম আজকাল বলছে,
কেরল ছাড়াও তামিলনাড়ুতে বাবা আম্বেদকরের মূর্তিতে কালি ছিটিয়ে দিয়েছে
দুর্বৃত্তরা। এর আগে বুধবার উত্তর প্রদেশের মিরাটে বাবা সাহেবের মূর্তিও
খণ্ডিত করে দেওয়ার ঘটনা সামনে আসে। বুধবার হাতু়ড়ির দিয়ে ভেঙে ফেলা হয়
কলকাতায় অবস্থিত শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের আবক্ষ মূর্তি। কালি লেপে দেওয়া
হয় সেই মূর্তির মুখে। কেওড়াতলা শ্মশান সংলগ্ন পার্কের ওই ঘটনার প্রতিবাদে
সরব হয়েছেন শাসক দলের নেতা-নেত্রী, সাধারণ মানুষ-সহ বিশিষ্টজনেরা। কারও
মতে, এই এটি বিচ্ছিন্ন ঘটনামাত্র।
কারও মতে, এ নিয়ে দায় এড়াতে পারে না
দেশের সরকার। এর আগে মঙ্গলবার রাতে তামিলনাড়ুর ভেলোরের তিরুপাত্তুরে
পেরিয়ারের মূর্তির ওপরে হামলা হয়। দ্রাবিড় আন্দোলনের পুরোধা পেরিয়ারের
আবক্ষমূর্তি লক্ষ করে পাথর ছোড়ার ঘটনায় মুথুরামন এবং ফ্রান্সিস নামে দুই
ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মুথুরামন বিজেপি এবং ফ্রান্সিস সিপিআই
কর্মী বলে পুলিশের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়।
ত্রিপুরায় বিজেপির বিপুল ভোটে জয়লাভের পরই এ ধরনের মূর্তি ভাঙার কাণ্ড
প্রকাশ্যে আসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ ঘটনার তীব্র নিন্দা করেছেন
এবং অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণের কথা জানিয়েছেন।
স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে এ বিষয়ে বৈঠকও করেছেন মোদি।
No comments