বিপ্লব দেবই ত্রিপুরার মুখ্যমন্ত্রী
বিজেপির
কেন্দ্রীয় নেতারা বিপ্লব কুমার দেবের নামেই সিলমোহর দিয়েছেন। ফলে
ত্রিপুরায় বিজেপির প্রথম বাঙালি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন
বিপ্লব কুমার দেব। বিপ্লবকেই যে ত্রিপুরা বিজয়ের স্বীকৃতিতে মুখ্যমন্ত্রী
করা হবে তা নিয়ে আগে থেকেই আলোচনা চলছিল। মঙ্গলবার দলের তরফে তার নাম
মুখ্যমন্ত্রী হিসেবে ঘোষণা করা হয়েছে। এর আগে বিপ্লবকে পরিষদীয় নেতা হিসেবে
নির্বাচিত করা হয়। বিপ্লবের সঙ্গে উপ-মুখ্যমন্ত্রী হিসেবে উপজাতি নেতা
জিষ্ণু দেব বর্মার নাম ঘোষণা করা হয়েছে। জিষ্ণু দেব বর্মা অবশ্য এখনো
নির্বাচিত হননি। তিনি যে আসনে প্রার্থী হয়েছিলেন সেই আসনে বাম প্রার্থীর
মৃত্যুর ফলে ভোট স্থগিত রয়েছে। ১১ই মার্চ সেই আসনে নির্বাচন হবে। তবে
জিষ্ণু দেব বর্মার নাম ঘোষণা করে স্পষ্ট করে দেয়া হয়েছে যে, নতুন বিজেপি
সরকার ভারসাম্যের পথে হাঁটবে। ত্রিপুরার শরিক দল আইএফপিটি নেতা এনসি দেব
বর্মা অবশ্য দু’দিন আগে একজন উপজাতিকে মুখ্যমন্ত্রী করার দাবি জানিয়েছিলেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী কে হবেন তা ঠিক করতে আগরতলায় উড়ে এসেছিলেন বিজেপির
কেন্দ্রীয় নেতা নীতিন গড়গড়ি ও জুয়েল ওঁরাও। ত্রিপুরার বিজেপির সভাপতির
দায়িত্ব দিয়ে আরএসএস সংগঠক বিপ্লবকে ২০১৬ সালে দিল্লি থেকে পাঠানো হয়েছিল
ত্রিপুরায়। বিপ্লবের জন্ম ত্রিপুরাতে হলেও আদি নিবাস ছিল বাংলাদেশের
চাঁদপুরের কচুয়া উপজেলায়। একাত্তরের মুক্তিযুদ্ধের সময় বিপ্লবের বাবা
হিরুধন দেব এবং মা মিনা রানি দেব ত্রিপুরায় চলে এসেছিলেন। বিপ্লবের
শিক্ষাজীবন কেটেছে ত্রিপুরাতেই। পরবর্তীকালে দিল্লিতে উচ্চশিক্ষা গ্রহণ
করেন। দিল্লিতে তিনি পড়াশোনার পাশাপাশি জিম ইনস্ট্রাক্টরের কাজও করেছেন।
তবে আরএসএসের সঙ্গে বিপ্লবের ঘনিষ্ঠ যোগাযোগ তৈরি হয়েছিল এই সময়ই। তরুণ
বিপ্লবকেই বিজেপির শীর্ষ নেতৃত্ব বেছে নিয়েছিলেন আগামীদিনের নেতা হিসেবে।
তবে ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অব ত্রিপুরার (আইএফপিটি) প্রধান এনসি দেব
বর্মা পৃথক রাজ্য নিয়ে কমিটি গড়ার দাবিতে অটল রয়েছেন।
No comments