‘আরো উন্নতির চেষ্টা করব’
ত্রিদেশীয় সিরিজটা পয়েন্ট ভাগাভাগি করে শুরু হয়েছিল বাংলাদেশের । আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচে বৃষ্টির কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয়। নিজেদের দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে হারের পর তৃতীয় ম্যাচে আইরিশদের বিপক্ষে ঘুরে দাঁড়ায় মাশরাফি বাহিনী। ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে কিউইদের পাঁচ উইকেটে হারিয়ে আইসিসি র্যাঙ্কিংয়ে প্রথমবারের মতো ছয়ে উঠে আসে বাংলাদেশ। নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি নিয়ে মাথা না ঘামিয়ে ম্যাচ জয়ে সন্তুষ্ট প্রকাশ করেছেন অধিনায়ক মাশরাফি মর্তুজা। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তিনি বলেন, “বর্তমানে আমরা আইসিসি ক্রিকেট র্যাঙ্কিংয়ের ৬ নম্বরে উঠে এসেছি, এটা আমাদের জন্য অনেক বড় অর্জন।”
“র্যাঙ্কিং দিয়ে বোঝা যায়, আমরা কতটা ধারাবাহিক ক্রিকেট খেলছি। তবে আসন্ন দিনগুলোতে আমাদের চ্যালেঞ্জটা আগের মতই রয়েছে। যদি সম্ভব হয় আরো উন্নতি করার চেষ্টা থাকবে। দেখা যাক না কি হয়।” নিউজিল্যান্ডের বিপক্ষে বেশ কয়েকটি সহজ ক্যাচ হাতছাড়া করেছে বাংলাদেশের ফিল্ডাররা। এই ধরণের ক্যাচ মিস নিয়ে উদ্বিগ্ন অধিনায়ক মাশরাফি। বলেন, “বোলিংয়ে আমাদের শুরুটা ভালো হয়নি। তবে মাঝে আমরা ম্যাচে ফিরেছিলাম। তবে বেশ কিছু ক্যাচ মিস করেছি এই ম্যাচে, যা কিনা বড় স্টেজে আমাদের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে।”
No comments