স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন নাঈম আশরাফ
বনানীতে দুই ছাত্রী ধর্ষণ মামলায় আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন অন্যতম আসামি নাঈম আশরাফ (মো. আব্দুল হালিম)। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদারের গোপন কামড়ায় বেলা পৌনে ১২টার পর তার জবানবন্দি নেয়া শুরু হয়। সাত দিনের রিমান্ড শেষে আজ আদালতে হাজির করা হয় বনানীর দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাঈম আশরাফকে।
এরপর মামলার তদন্তকারী কর্মকর্তা ভিকটিম সাপোর্ট সেন্টারের পুলিশ পরিদর্শক ইসমত আরা এমি ১৬৪ ধারায় আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডের আবেদন জানান। আবেদন গ্রহণ করে আদালত নাঈমের জবানবন্দি রেকর্ড করা শুরু করেন। গত ১৭ মে রাত পৌনে ৯টার দিকে মুন্সীগঞ্জ জেলার লৌহজং থেকে গোয়েন্দা পুলিশ নাঈম আশরাফকে গ্রেফতার করে। এরপর আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে আজ তাকে আদালতে হাজির করা হয়। প্রসঙ্গত, ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর 'দ্য রেইনট্রি' হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় ৬ মে রাজধানীর বনানী থানায় সাফাত আহমেদ, তার বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন দুই ছাত্রী। যাদের সবাই এখন পুলিশের হাতে গ্রেফতার।
No comments