পাকুন্দিয়ায় মুগ ডালের মাঠ দিবস ও চারা বিতরণ
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় রাজস্ব খাতের অর্থায়নে উন্নত জাতের প্রযুক্তি প্রবর্তন ও সম্প্রসারনের আওতায় বারি মুগডাল-৬ জাতের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলার আঙ্গিয়াদী ব্লকের আদিত্যপাশা গ্রামে এ মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এগারসিন্দুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা এবিএম জমশেদ আলীর সভাপতিত্বে ও উপ সহকারী কৃষি কর্মকর্তা হামিমুল হক সোহাগের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ড. গৌর গোবিন্দ দাশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আবুল কাশেম আকন্দ। এ সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, স্বল্প সময়ে অধিক ফলনের জন্য বারী মুগ ডাল-৬ একটি কাঙ্খিত জাত যা অল্প সময়ের মধ্যে ৩ বার পর্যন্ত সংগ্রহ করা যায় এবং এটি একটি উচ্চ ফলনশীল জাতের ফসল। ডাল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধিতে এ জাতটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এ জাতের ডাল আবাদ বৃদ্ধির জন্য কৃষক সোলায়মানকে বীজ সংরক্ষণ করে কৃষকদের মাঝে ছড়িয়ে দেয়ার জন্য আহবান জানান। অনুষ্ঠান শেষে উপস্থিত কৃষকদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে পেঁপের চারা বিতরণ করা হয়।
No comments