ঢাকাসহ সারাদেশে বিএনপির বিক্ষোভ
খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে তল্লাশির প্রতিবাদ সমাবেশের অনুমতি না দেয়ায় পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজধানী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ পালন করছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ৯টার পর রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের কঠোর নজরদারিকে উপেক্ষো করে বিক্ষোভ মিছিল করে দলটি। বিক্ষোভকালে রাজধানীর জুরাইন থেকে ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাংগঠনিক তানভীর আহমেদ রবিনসহ তিনজনকে আটকের খবর পাওয়া গেছে। ঢাকা মহানগর দক্ষিণের বিএনপির সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার জানান, আমরা পুলিশ বাধার মধ্যে রাজধানীর ২০/২৫টি থানায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছি। এদিকে দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় পুলিশের বাধার মুখে বিএনপি বিক্ষোভ কর্মসূচি পালন করছে বলে খবর পাওয়া গেছে।
No comments