আত্রাইয়ে মাদকসহ গ্রেফতার-২
নওগাঁর আত্রাই থানা পুলিশ পৃথক পৃথক অভিযান চালিয়ে ১২ লিটার চোলাই মদসহ মোঃ আবুল কাশেম (৬০) ও ২০ পুড়িয়া গাঁজাসহ এস এম আব্দুর ছাত্তার কে (৬৫) গ্রেফতার করেছে। আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ বদরুদ্দোজা জানান, এস আই প্রদীপ ও এস আই মোঃ ফিরোজের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলপুর পশ্চিমপাড়া এলাকার মৃত ইসমাইলের ছেলে মোঃ আবুল কাশেমের বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশ ১২ লিটার চোলাই মদসহ আবুল কাশেমকে গ্রেফতার করে। অপর দিকে বুধবার সন্ধ্যায় উপজেলার মির্জাপুর এলাকায় অভিযান চালিয়ে ২০ পুড়িয়া গাঁজাসহ মির্জাপুর গ্রামের মৃত আয়েন উদ্দিন সরদারের ছেলে মোঃ আব্দুর ছাত্তার কে (৬৫) ২০ পুড়িয়া গাঁজাসহ গ্রেফতার করে পুলিশ। এ বিষয়ে থানায় পৃথক দুটি মামলা হয়েছে এবং বৃহস্পতিবার সকালে দুজন কে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
No comments