মেহেরপুরে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
মেহেরপুরের গাংনী উপজেলার ষোলটাকা গ্রামে ইউপি সদস্য কামাল হোসেনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে এ হত্যার ঘটনা ঘটে। নিহত কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ষোলটাকা গ্রামের মৃত আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে। স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, কামাল হোসেনের বড় ভাই আব্দুল হান্নানের জামাতা একই গ্রামের মাজেদুল ইসলামের সাথে জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে আজ সকালে দুপক্ষের মধ্যে হালকা সংঘর্ষ হয়।
এ সংঘর্ষের খবর পেয়ে কামাল হোসেন গাংনী শহর থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি পৌঁছলে তার উপর অতর্কিত হামলা চালায় মাজেদুল ইসলাম ও তার পক্ষের লোকজন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: সজিব উদ্দীন স্বাধীন জানান, কামাল হোসেনের মাথায় ধারালো অস্ত্রের আঘাতে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, লাশ পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে। হামলাকারীদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে।
No comments