চলচ্চিত্র পরিচালক পিএ কাজল আর নেই

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক পূর্ণেন্দু আচার্য (পিএ) কাজল আর নেই। বুধবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর শিকদার উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পিএ কাজলের ভাগ্নি প্রিয়াঙ্কা আচার্য জানান, তার মামা লিভার সংক্রান্ত অসুস্থতায় দীর্ঘদিন ভুগছিলেন। চলতি মাসের শুরুর দিকে তিনি ওই হাসপাতালে ভর্তি হন। বুধবার রাতে তার মৃত্যু হয়।
পরে মরদেহ শমরিতা হাসপাতালের হিমাগারে রাখা হয়। তিনি আরও জানান, বৃহস্পতিবার দুপুরে রায়েরবাজারের একটি শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। পিএ কাজল স্ত্রী সুচিত্রা আচার্য, ছেলে চয়ন আচার্য ও কন্যা স্মৃতি আচার্যসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। পিএ কাজল চাষী নজরুল ইসলামের সহকারী হিসেবে রুপালী জগতে কাজ শুরু করেন। ১৯৯১ সালে ‘গোধূলী’ দিয়ে শ্রেষ্ঠ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান। ‘সাব্বাস বাঙালি’, ‘ভণ্ড ওঝা’, ‘গণ দুশমন’, ‘ভালোবাসা আজকাল’, প্রাণের স্বামী’, ‘এক টাকার বউ’ এর মতো অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রের নির্মাতা পিএ কাজল। তার নির্মিত ‘চোখের দেখা’ সিনেমাটি গত বছর সর্বশেষ ছবি হিসেবে মুক্তি পায়। পিএ কাজলের মৃত্যুতে চলচ্চিত্রাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

No comments

Powered by Blogger.