জমির বিরোধে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

জমি নিয়ে বিরোধের জেরে মেহেরপুরের গাংনী উপজেলায় ইউনিয়ন পরিষদ সদস্য কামাল হোসেনকে (৪৩) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ষোলটাকা গ্রামে এ ঘটনা ঘটে। কামাল হোসেন ষোলটাকা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সদস্য ও ষোলটাকা গ্রামের মৃত আব্দুস সাত্তার জোয়ার্দ্দারের ছেলে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, কামাল হোসেনের সঙ্গে তার বড় ভাই আব্দুল হান্নানের জামাতা একই গ্রামের মাজেদুল ইসলামের জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এরই জের ধরে সকালে দু'পক্ষের মধ্যে ঝগড়া হয়। এরপর কামাল হোসেন উপজেলা শহর থেকে বাড়ি ফেরার সময় তার ওপর অতর্কিত হামলা চালায় মাজেদুল ইসলাম ও তার পক্ষের লোকজন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে মোটরসাইকেল থেকে মাটিতে লুটিয়ে পড়েন কামাল হোসেন। স্থানীয়রা উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সজিব উদ্দীন স্বাধীন জানান, মাথায় ধারালো অস্ত্রের আঘাতে রক্তক্ষরণে কামাল হোসেনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গাংনী থানার ওসি আনোয়ার হোসেন জানান, লাশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে পাঠানেরা প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জড়িতদের আটকে পুলিশের অভিযান শুরু হয়েছে বলেও জানান তিনি।

No comments

Powered by Blogger.