হেলিকপ্টার দুর্ঘটনা : বেঁচে গেলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী
অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন ভারতের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ। বৃহস্পতিবার মহারাষ্ট্রের লাতুরে ভেঙে পড়ল তাকে বহনকারী হেলিকপ্টার। এই দুর্ঘটনার পরপরই টুইট করে তিনি আশ্বস্ত করেন যে, তিনি ও তার দল নিরাপদে রয়েছেন। তবে, কী কারণে হেলিকপ্টারটি ভেঙে পড়ল বা তাতে কতজন ছিলেন, সে বিষয়ে তিনি কিছু জানাননি। হেলিকপ্টারে চড়ার আগে তার করা টুইট থেকে জানা গেছে, লাতুরের হালগারা গ্রামে কৃষকদের সঙ্গে কথাবার্তা বলতে গিয়েছিলেন তিনি। পানি সংরক্ষণে গ্রামবাসীদের উদ্যোগের প্রশংসা করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
No comments