টঙ্গীতে যুবক খুন
গাজীপুরের টঙ্গীর মাছিমপুরে বুধবার রাতে চাপাতি দিয়ে কুপিয়ে ওয়ার্কশপ শ্রমিককে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহতের নাম সালাউদ্দিন (২৪)। তিনি মাদারীপুর জেলার রাজৈর থানার হারুন অর রশিদের ছেলে। তিনি টঙ্গীর আরিচপুর গাজীবাড়ি এলাকার আব্দুল লতিফ হুজুরের বাড়িতে ভাড়া থাকতেন। টঙ্গী থানার এসআই নিতাই চন্দ্র দাস জানান, টঙ্গীর মাছিমপুর রেনেসাঁ কিন্ডার গার্টেন মাঠে বসে কয়েক বন্ধু মিলে আড্ডা দিচ্ছিল।
ওই মাঠে রাত সাড়ে ১০টার দিকে সন্ত্রাসীরা পেছন থেকে সালাউদ্দিনের ঘাড়ে চাপাতির কুপ দিয়ে পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সালাউদ্দিন স্থানীয় একটি ওয়ার্কশপের শ্রমিক ছিলেন। তবে স্থানীয় সূত্র জানায়, হত্যার আগে সালাউদ্দিনকে তার বাড়ি থেকেই ডেকে নেয়া হয়েছিল। তবে কে বা কারা ডেকে নিয়েছিল তা এখনও নিশ্চিত হতে পারেনি পুলিশ। পুলিশ রাতেই এলাকায় অভিযান চালিয়ে শাহীন (২৫) নামে সালাউদ্দিনের এক বন্ধুকে আটক করে। থানায় তাকে জিজ্ঞাসাবাদ চলছে।
No comments