এভারেস্টের বেস ক্যাম্পে মিলল চার লাশ

মাউন্ট এভারেস্টের একটি বেস ক্যাম্পের দুটি তাঁবু থেকে চার পবর্তারোহীর মৃতদেহ উদ্ধার করেছেন স্থানীয় শেরপারা। মঙ্গলবার দিবাগত রাতে এভারেস্টের ৮ হাজার মিটার (২৬,২৪৬ ফুট) উচ্চতায় অবস্থিত ক্যাম্প ফোরে ওই পর্বতারোহীদের মৃতদেহগুলো পাওয়া যায়। বুধবার কাঠমান্ডু-ভিত্তিক সেভেন সামিট ট্রেকস গ্রুপের মিঙ্গমা শেরপা মৃতদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
তবে অভিযাত্রীদের পরিচয় জানাতে পারেননি তিনি। জানা গেছে, গত রোববার ৮ হাজার ৮৫০ মিটার (২৯,০৩৫ ফুট) উচ্চতার পর্বত শিখরে পৌঁছানোর পর স্লোভাকিয়ার পর্বতারোহী ভ্লাদিমির স্ট্রবার মারা যান। তার মৃতদেহ উদ্ধার করতে গিয়ে শেরপারা আরও এই চারজনের মৃতদেহ খুঁজে পান। এ চার পর্বতারোহী নিয়ে গত এক মাসে বিশ্বের সর্বোচ্চ পর্বত চূড়া আরোহণ করতে গিয়ে ১০ জন পর্বতারোহী মারা গেলেন।

No comments

Powered by Blogger.