কেন্টের সাথে চুক্তি করলেন মিলনে
ইংলিশ কাউন্টি দল কেন্টের সাথে চুক্তিবদ্ধ হলেন নিউজিল্যান্ডের পেসার এডাম মিলনে। ইংল্যান্ডের ঘরোয়া মৌসুম কাউন্টি ক্রিকেটের দ্বিতীয় পর্ব থেকে কেন্টের হয়ে খেলবেন মিলনে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের হয়ে অংশগ্রহণ শেষে কাউন্টি চ্যাম্পিয়নশীপ ও ন্যাটওয়েস্ট টি-২০ ব্লাস্টে খেলতে কেন্টের সাথে যোগ দেবেন মিলনে। কেন্টের চুক্তিপত্রে সই করার বিষয়ে মিলনে বলেন, ‘কেন্টের সাথে যুক্ত হতে এবং একটি প্রতিভাবান দলের সাথে কাজ করতে আমি মুখিয়ে আছি। বিশ্বের মধ্যে কাউন্টি চ্যাম্পিয়নশীপ হলো সেরা প্রথম শ্রেনির ক্রিকেট। আমি সেখানে খেলতে এবং ভালো করতে মুখিয়ে আছি।’ মিলনেকে দলে নেয়ার বিষয়ে কেন্টের চেয়ারম্যান গ্রাহাম জনসন বলেন, ‘দ্রুতগতিতে বল করার সামর্থ্য রয়েছে মিলনের এবং তার উপস্থিতি লাল ও সাদা বলের ক্রিকেটে আমাদের আক্রমনে আরও শানিত করবে।’ নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ৩৪টি ওয়ানডে ও ১৮টি টুয়েন্টি টুয়েন্টি ম্যাচ খেলেছেন মিলনে। ওয়ানডেতে ৩২টি ও টি-২০তে ২১টি উইকেট শিকার করেন ২৫ বছর বয়সী মিলনে।
No comments