ম্যানচেস্টারে হামলাকারীর বাবা-ভাই গ্রেফতার

যুক্তরাজ্যের ম্যানচেস্টারে কনসার্টে আত্মঘাতী বোমা হামলাকারী সালমান আবেদির বাবা রামাদান আবেদি ও ছোট ভাই হাশিম আবেদি ওরফে রাদাকে গ্রেফতার করা হয়েছে। খবর রয়টার্সের। লিবিয়ার ত্রিপোলী থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন স্থানীয় কাউন্টার টেরোরিজম ইউনিটের মুখপাত্র আহমেদ বিন সালেম। তিনি জানান, ছোট ভাইয়ের সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে বলে তাদের সন্দেহ। রাদা গত ১৬ এপ্রিল লিবিয়ায় প্রবেশ করেন। আর বাবার সঙ্গে হামলাকারীর যোগাযোগ রয়েছে। ত্রিপোলিতে তাদের হামলার পরিকল্পনা ছিল বলেও জানান ওই মুখপাত্র। গত ২২ মে রাতে ম্যানচেস্টার শহরের অ্যারেনায় এক পপ কনসার্টে আত্মঘাতী বোমা হামলায় ২২ জন নিহত ও ৫৯ জন আহত হন। এ ঘটনায় হামলাকারী হিসেবে ২২ বছর বয়সী ব্রিটিশ নাগরিক সালমান আবেদির নাম প্রকাশ করে পুলিশ।

No comments

Powered by Blogger.