গোপালগঞ্জে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড

গোপালগঞ্জে সিরাজুল হক ছিরু মোল্লা হত্যা মামলায় পাঁচজনের মৃত্যুদণ্ড, ১৭ জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং তিনজনকে ১০ বছর করে সশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে। গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো: নাজির আহমেদ আজ বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন। এছাড়া ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনকে দশ হাজার টাকা করে জরিমানা অথবা আরও ছয় মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। যাবজ্জীবনপ্রাপ্ত ১৭ জনের মধ্যে তিনজন পলাতক। ১০ বছরের সাজাপ্রাপ্ত তিনজনের মধ্যে দুইজন পলাতক। মামলার বিবরণ থেকে জানা যায়, কাশিয়ানী উপজেলার আড়ুয়াকান্দি গ্রামের মহাজন সিরাজুল হক ছিরু মোল্লাকে ১৯৯৯ সালের ১০ অক্টোবর কুপিয়ে হত্যা করা হয়। ওইদিন দুপুরে জুমার নামাজ পড়ে ছিরু মোল্লা নৌকায় বাড়ি ফেরার পথে আসামিরা নৌকায় হামলা চালিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। ছিরুর স্ত্রী আমেনা বেগম পরদিন ৩৭ জনের বিরুদ্ধে কাশিয়ানী থানায় এই হত্যা মামলা দায়ের করেন।

No comments

Powered by Blogger.