লাইভের সময় কুকুরের প্রবেশ!
মস্কোয় একটি বাড়ি ভাঙা নিয়ে টিভি সেটের লাইভে খবর পড়ছিলেন উপস্থাপিকা। সবকিছুই ঠিকঠাক মতো চলছিল। এর মধ্যে হঠাৎ বিপত্তি। কোনো প্রাণীর কর্কশ শব্দ। কিন্তু স্টুডিওর মতো সুরক্ষিত জায়গায় এ রকম শব্দ আসবে কোথা থেকে? ডেস্কের নিচে দেখতে গিয়ে চোখ কপালে ওঠে উপস্থাপিকার। ডেস্কের তলায় কালো ওটা কী?
কিছুক্ষণের মধ্যে মাথা উচিয়ে জানিয়ে দেয় নিজের উপস্থিতি। দেখা গেল কালো রঙের বিশাল একটি ল্যাব্রাডর কুকুর। হয়তো কোনোভাবে সকলের নজর এড়িয়ে ঢুকে পড়েছে সেটি। প্রথমে কুকুরটিকে দেখে ভয় পেলেও কিছুক্ষণের মধ্যেই হাঁসি ফিরে আসে উপস্থাপিকার মুখে। এরপরেই সেটি উঠে পড়ে উপস্থাপিকার সামনে ডেস্কের ওপর। তবে কুকুরটিকে আদর করে পরিস্থিতি নিজের আয়ত্তে নেন ওই উপস্থাপিকা। ১৫ সেকেন্ডের মতো সেখানে ছিল কুকুরটি। আর পুরো ঘটনাটিই ঘটেছে লাইভ ক্যামেরার সামনে। একটি রাশিয়ান টিভি চ্যানেলে এ ঘটনাটির ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। ইতিমধ্যেই ৫০ লাখের বেশি দেখা হয়েছে ভিডিওটি।
No comments