ধর্ষণ মামলার আসামি নাঈম আদালতে

রাজধানীর বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি আবদুল হালিম ওরফে নাঈম আশরাফকে আদালতে নেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে পুলিশ নাঈমকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে নেয়। আদালতে নাঈম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণের জন্য পুলিশের পক্ষ থেকে আবেদন করা হয়েছে। গত ১৮ মে নাঈমের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
তার আগে নাঈমকে মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। রিমান্ডে নেওয়ার পর আজ তাঁকে আদালতে হাজির করা হলো। গত ২৮ মার্চ রাজধানীর রেইনট্রি হোটেলে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণের শিকার হয়েছেন অভিযোগে ৬ মে বনানী থানায় মামলা করেন ঘটনার শিকার এক ছাত্রী। মামলার আসামিরা হলেন আপন জুয়েলার্সের মালিকের ছেলে শাফাত আহমেদ, তাঁর বন্ধু হালিম ওরফে নাঈম, সাদমান সাকিফ, শাফাতের গাড়িচালক বিল্লাল হোসেন ও দেহরক্ষী রহমত আলী। আসামিরা সবাই গ্রেপ্তার আছেন।

No comments

Powered by Blogger.