যুদ্ধের জন্যে প্রস্তুত পাকিস্তান সেনাবাহিনী

নাম না করে ভারতকে হুঁশিয়ারি দিলেন পাকিস্তান সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া। সেনাপ্রধানের হুঁশিয়ারি, সীমান্তের চারটি ফ্রন্টে যেকোনো ধরনের শত্রুতামূলক তৎপরতার উপযুক্ত জবাব দেয়া হবে। তবে পাকিস্তান কখনই যুদ্ধের পক্ষে নয়, আর সেই কারণে সীমান্তে পাকাপাকিভাবে শান্তি চায় ইসলামাবাদ। ভারতীয় বাহিনী কাশ্মিরে পাকিস্তান সামরিক বাহিনীর ওপর সফল হামলা চালানোর দাবি করার পরপরই পাকিস্তান সেনা প্রধান এহেন হুঁশিয়ারি দিলেন। জেনারেল বাজওয়া বলেন, দেশের নিরাপত্তা বাহিনীর সদস্য ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সীমাহীন আত্মত্যাগের মধ্যদিয়ে স্থিতিশীলতা ফিরিয়ে আনা হয়েছে। পাকিস্তানের মানুষ একটি শান্ত দেশ দেখতে চায়। পাকিস্তান সেনাপ্রধানের এই বৈঠকে সেনাবাহিনীর সমস্ত সাধারণ কর্মকর্তা উপস্থিত ছিলেন। তাদেরকে ভূ-কৌশলগত পরিবেশ, অপারেশনের বিষয়ে জানানো হয়। পাশাপাশি, এই বৈঠকে পূর্ব ও পশ্চিম সীমান্তে সাম্প্রতিক সফরের কথা উল্লেখ করে বাজওয়া বলেন, এই সমস্ত সীমান্তে মোতায়েন সেনা সদস্যরা উঁচু মাত্রার যুদ্ধ-প্রস্তুতি নিয়ে রেখেছে। এবং তাদের মনোবল তুঙ্গে রয়েছে। যেকোনো পরিস্থিতিতেই পাকিস্তান সেনাবাহিনী তৈরি বলে নাম না করে ভারতকে হুঁশিয়ারি দেন।

No comments

Powered by Blogger.