গাছে মোটরসাইকেলের ধাক্কা, কলেজ ছাত্রের মৃত্যু
নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক সংলগ্ন গাছের সঙ্গে ধাক্কায় চঞ্চল আহমেদ (১৯) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। এ সময় সাইফুল ও আরমান নামে তার দুই বন্ধু আহত হয়েছেন। বুধবার রাত ১০টার দিকে বনপাড়া-মৌখাড়া ফিডার সড়কের উপজেলার মাঝগাঁও ইউনিয়নের নটাবাড়িয়া কালিরঘুন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত চঞ্চল জেলার গুরুদাসপুর উপজেলার নাজিরপুর কারিগরপাড়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে এবার নাজিরপুর ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নিয়েছে। বড়াইগ্রাম থানার ওসি শাহরিয়ার খান জানান, চঞ্চল তার দুই বন্ধুকে সঙ্গে নিয়ে লালপুর থেকে বাড়ি ফিরছিলেন। পথে কালিরঘুন এলাকার বাঁকে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গাছের সঙ্গে ধাক্কা লেগে চঞ্চল গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনায় আহত অপর দু'জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
No comments