ভারতের 'হামলা' মোকাবেলায় প্রস্তুত পাক ঘাঁটি
পাকিস্তান বিমান বাহিনী বা পিএএফ অগ্রবর্তী সব ঘাঁটিকে সক্রিয় এবং সামরিক অভিযান চালানোর উপযোগী করে তুলেছে। ভারতের কথিত ‘হুমকির’ মোকাবেলায় এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে আজ বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে। এছাড়া, সিয়াচেনের ওপর দিয়ে পাকিস্তানের যুদ্ধবিমানকে উড়তে দেখা যাওয়ার খবরও প্রকাশিত হয়েছে। অবশ্য ভারতীয় সেনাবাহিনী দেশটির আকাশসীমা লঙ্ঘনের কথা অস্বীকার করেছে। পিএএফ প্রধান এয়ার চিফ মার্শাল সোহাইল আমান তার বাহিনীকে প্রস্তুতি অবস্থায় রাখার ঘোষণা দিয়েছেন।
ভারতীয় বিমানবাহিনী বা আইএএফ প্রধান এয়ার চিফ মার্শাল বিএস ধানোয়া তার বাহিনীর কর্মকর্তাদের উদ্দেশ্যে সম্প্রতি লেখা চিঠিকে কেন্দ্র এ পদক্ষেপ নেয়ার কথা বলা হয়েছে। আইএএফের প্রায় ১২ হাজার কর্মকর্তার কাছে লেখা ধানোয়ার চিঠিতে তাদেরকে বর্তমান পরিস্থিতিতে স্বল্প সময়ের নোটিশে অভিযানের জন্য তৈরি থাকার আহ্বান জানানো হয়। মার্চ মাসের ৩০ তারিখে এ চিঠি লেখা হয়েছিল। ভারতীয় বিমান বাহিনীর ইতিহাসে এবারই প্রথম এয়ার মার্শালের পক্ষ থেকে আইএএফ কর্মকর্তার উদ্দেশ্য এ রকম চিঠি লেখা হলো। সূত্র : ওয়েবসাইট
No comments