মাহমুদুল্লাহ নতুন মাইলফলক স্পর্শ
বাংলাদেশের পঞ্চম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডে ক্রিকেটে তিন হাজার রান ক্লাবে নাম লেখালেন মাহমুদুল্লাহ রিয়াদ। গতরাতে ত্রিদেশীয় সিরিজের ষষ্ঠ ও শেষ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে অপরাজিত ৪৬ রানের ইনিংস খেলার পথে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। মাহমুদুল্লাহ’র আগে বাংলাদেশের হয়ে এই তালিকায় নাম লিখিয়েছেন তামিম ইকবাল, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোহাম্মদ আশরাফুল। নিউজিল্যান্ডের বিপক্ষে খেলতে নামার আগে ১৪০ ওয়ানডে ম্যাচে মাহমুদুল্লাহর রান ছিল ২৯৭২। তাই ৩ হাজারি ক্লাবে প্রবেশ করতে তার প্রয়োজন ছিলো মাত্র ২৮ রান। বাংলাদেশ ইনিংসের ৪৬তম ওভারের দ্বিতীয় বলে বাউন্ডারি দিয়ে ৩’হাজার রান পূর্ণ করেন মাহমুদুল্লাহ। শেষ পর্যন্ত ৬টি চার ও ১টি ছক্কায় ৩৬ বলে ৪৬ রান করে অপরাজিত থেকে বাংলাদেশের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন তিনি।
ওয়ানডেতে তিন হাজার রান করা বাংলাদেশের ব্যাটসম্যানরা :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড়
তামিম ইকবাল ১৬৯ ১৬৭ ৫৪৫০ ৩৩.৪৩
সাকিব আল হাসান ১৭৩ ১৬৩ ৪৮১৫ ৩৪.৬৪
মুশফিকুর রহিম ১৭২ ১৫৮ ৪২৩৫ ৩১.৮৪
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮ ২২.৩৭
মাহমুদুল্লাহ রিয়াদ ১৪১ ১২২ ৩০১৮ ৩৩.৯১
ওয়ানডেতে তিন হাজার রান করা বাংলাদেশের ব্যাটসম্যানরা :
ব্যাটসম্যান ম্যাচ ইনিংস রান গড়
তামিম ইকবাল ১৬৯ ১৬৭ ৫৪৫০ ৩৩.৪৩
সাকিব আল হাসান ১৭৩ ১৬৩ ৪৮১৫ ৩৪.৬৪
মুশফিকুর রহিম ১৭২ ১৫৮ ৪২৩৫ ৩১.৮৪
মোহাম্মদ আশরাফুল ১৭৫ ১৬৮ ৩৪৬৮ ২২.৩৭
মাহমুদুল্লাহ রিয়াদ ১৪১ ১২২ ৩০১৮ ৩৩.৯১
No comments