ফেনীতে মা ও শিশুকন্যাকে গলাকেটে হত্যা
ফেনীর ফুলগাজী উপজেলার বসিকপুরে মা ও সাত বছর বয়সী শিশুকন্যাকে গলা কেটে নৃশংসভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। খুনের আগে ধর্ষণ করা হয় মাকে। বুধবার সন্ধ্যায় বসিকপুরের মনিরুজ্জামান ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত গৃহবধূর নাম সাথী আক্তার (২৪)। তার মেয়ের নাম ইসমা আক্তার। ফুলগাজী থানার ওসি মো. মোর্শেদ যুগান্তরকে জানান, দুর্বৃত্তরা নৃশংসভাবে মা ও মেয়েকে হত্যা করেছে।
খবর পেয়ে তাদের লাশ উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে স্বামী মো. ইমনের বিরুদ্ধে সাথী আক্তার নারী ও শিশু নির্যাতন আইনে ফেনীর সহকারী জজ আদালতে মামলা করেন। ওই মামলায় গ্রেফতারের পর কারাগারে রয়েছে ইমন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় দুর্বৃত্তরা সাথীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ শেষে গলা কেটে হত্যা করে। লাশ তোষক দিয়ে পেঁচিয়ে রেখে দেয় খুনিরা। অপরদিকে তার শিশু সন্তানকে গলা কেটে হত্যা করে। লাশ ফেলে রেখে যায় বাড়ির পাশের ডোবায়। লাশ উদ্ধারের পর পুলিশ জানায়, হত্যার আগে অথবা পরে ধর্ষকরা সাথীর গোপনাঙ্গসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে ক্ষতবিক্ষত করে।
No comments