চাটখিল পি.জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ শির্ণ অবস্থা
চাটখিল পি.জি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জীর্ণ শির্ণ অবস্থা। এতে বিদ্যালয়ে পাঠদানে মারাত্বকভাবে ব্যাঘাত ঘটছে। বিদ্যালয়ের তিনটি ভবনের মধ্যে একটি যে কোন সময় ধ্বসে পড়তে পারে। বাকি দুটি ভবনের মধ্যে পাঁচটি শ্রেণিকক্ষ থাকলেও এই শ্রেণিকক্ষগুলো শিক্ষার্থীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। ফলে মারাত্বকভাবে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয়ের একটি ভবনের অবস্থা খুবই নাজুক যা পরিত্যাক্ত অবস্থায় পড়ে আছে। বাকি দুটি ভবনের শ্রেণিকক্ষগুলো ভেতরে আলো বাতাসের পর্যাপ্ত ব্যবস্থা না থাকার কারণে শিক্ষার্থীরা প্রতিনিয়ত অসুস্থ হয়ে পড়ছে। তাছাড়া এ শ্রেণিকক্ষ গুলোতে শিক্ষার্থীদের স্থান সঙ্কুলান হচ্ছে না। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহীম খলিল জানান, বিদ্যালয়ে বর্তমানে ৪৫০ জন ছাত্রÑছাত্রী অধ্যায়নরত আছে। এদের পাঠদানে পর্যাপ্ত শিক্ষক থাকা সত্ত্বেও প্রয়োজনীয় শ্রেণিকক্ষের অভাবে শিক্ষার্থীদের সঠিকভাবে পাঠদান করা সম্ভব হচ্ছে না। তিনি আরো জানান, বিদ্যালয়টি থেকে গত ৩ বছর শতভাগ পাশ সহ ৩০ জন জিপিএÑ৫ পেয়েছে। মান সম্মত শ্রেণিকক্ষ থাকলে আরো ভালো ফলাফল হতো বলে তিনি আশা করেন। বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণ এবং দুটি ভবন সংস্কার সহ আনুষাঙ্গিক সমস্যার সমাধানের জন্য এলাকাবাসী উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন।
No comments