দরিরামপুরে নজরুল জন্মবার্ষিকীর ৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্মবার্ষিকী উপলক্ষে কবির বাল্যস্মৃতি বিজড়িত ময়মনসিংহের ত্রিশালে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা শুরু হয়েছে। এ উপলক্ষে সকালে ত্রিশাল প্রেসক্লাবের উদ্যোগে বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রার উদ্বোধন করেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহীত উল আলম। র্যালিতে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশেদুল আলম মুজিব, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আনন্দ শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দরিরামপুর নজরুল মঞ্চে এসে শেষ হয়েছে। আনন্দ শোভাযাত্রায় নজরুল ভক্ত, গণমাধ্যমের কর্মীরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে নজরুল জন্মবার্ষিকীকে ঘিরে ত্রিশালকে সাজানো হয়েছে ভিন্ন সাজে। দরিরামপুর নজরুল একাডেমি মাঠে বসেছে বই ও গ্রামীণ মেলা। নজরুল মঞ্চে সম্মিলিত সাংস্কৃতিক জোটের উদ্যোগে সকাল থেকেই চলছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবকে ঘিরে নজরুল ভক্ত-অনুরাগীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে ত্রিশাল। বিকেলে নজরুল মঞ্চে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান।
No comments