র্যাঙ্কিংয়ে ছয়ে বাংলাদেশ, বিশ্বকাপ খেলা নিশ্চিত!
ডাবলিনে ত্রিদেশীয় সিরিজে নিউজিল্যান্ডকে হারানোর মধ্য দিয়ে প্রথমবারে মত ওয়ানডে র্যাঙ্কিংয়ে ছয়ে উঠলো বাংলাদেশ। ২০১৯ বিশ্বকাপ এখন প্রায় নিশ্চিত হয়ে গেল মাশরাফি বাহিনীর। ৯১ পয়েন্ট নিয়ে ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। জয়ের ফলে এখন পয়েন্ট ৯৩। শ্রীলংকারও সমান পয়েন্ট থাকলেও ভগ্নাংশের ব্যবধানে সাতে নেমে গেল দ্বীপ দেশটি। আইসিসির নিয়ম অনুযায়ী আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত র্যাঙ্কিংয়ে সেরা আট নম্বরে থাকলেই নিশ্চিত ২০১৯ বিশ্বকাপ। নয় নম্বর দল ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে বাংলাদেশের ব্যবধান এখন ১৪। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই ব্যবধান ঘোচানোর সুযোগ খুবই কম ওয়েস্ট ইন্ডিজের। তাই বাংলাদেশ এ সময়ের মধ্যে আটের নিচে নামবে না ধরেই নেয়া যায়।
No comments