পঞ্চগড়ে ভাষাসৈনিক সুলতান বইমেলা
শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
উপলক্ষে পঞ্চগড়ে সপ্তাহব্যাপী ভাষাসৈনিক মোহাম্মদ সুলতান নামে বইমেলা
আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এই ভাষাসৈনিকের নামে
পঞ্চগড়ে বইমেলা হতে যাচ্ছে।
পঞ্চগড় সরকারী অডিটোরিয়াম
চত্বরে আগামী ২১ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত এ বইমেলা চলবে।
মেলা প্রাঙ্গণে নির্মিত উন্মুক্ত মঞ্চে প্রতিদিন বিকেল থেকে রাত পর্যন্ত
চলবে আবৃতি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বুধবার দুপুরে পঞ্চগড় জেলা
প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের
প্রস্তুতিমূলক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। জেলা প্রশাসক তোফাজ্জল হোসেন মিয়া
সভায় সভাপতিত্ব করেন। জেলা ও উপজেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, শিক্ষা
প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানের
প্রতিনিধিরা সভায় উপস্থিত ছিলেন।
-এ রহমান মুকুল, পঞ্চগড়
-এ রহমান মুকুল, পঞ্চগড়
No comments