মাইকেল কার্ক আবার ইনজুরিতে
পুরনো ইনজুরিতে আবার আক্রান্ত অস্ট্রেলিয়ার অধিনায়ক মাইকেল কার্ক। তাই আজ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে খেলছেন না তিনি।
হোবার্টে গত বছর টেস্ট খেলার সময় পেশিতে আঘাত পান। এরপর সারা বছরই তিনি ইনজুরির সমস্যায় ছিলেন আক্রান্ত। ইনজুরি থেকে সেরে ওঠে শেষ দুই ম্যাচে সুযোগ পাওয়া শেন ওয়াটসন কার্কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন। কার্কের বদলে দলে ডাকা হয়েছে মার্শকে। ভারত সফরের আগ পর্যন্ত কার্ক বিশ্রামেই থাকবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার একজন মুখপাত্র বলেন, মাইকেলের ডান পায়ে ইনজুরি সমস্যা ছিল। সেটিই আবার দেখা দিয়েছে। সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩৭ রানের ইনিংসটি খেলতে নেমে অস্বস্তিতে ভোগেন কার্ক। এ ম্যাচে জয়ী হয়ে অস্ট্রেলিয়া সিরিজে ৪-০-তে এগিয়ে গেছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নিয়ে তেমন কোনো চিন্তা না থাকলেও আসন্ন ভারত সফর নিয়ে চিন্তিত অস্ট্রেলীয় ক্রিকেট কর্তৃপক্ষ। কারণ দলের অপর শীর্ষ ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার এখনো অসুস্থ। ইনজুরিতে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কোনো ম্যাচই খেলেননি।
No comments