পর্যটন- প্রাকৃতিক সৌন্দর্যে অপরূপ কমলগঞ্জের হামহাম জলপ্রপাত by মো: মোস্তাফিজুর রহমান
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গহিন অরণ্যে হামহাম জলপ্রপাত ভ্রমণ পিপাসুদের আকর্ষণীয় স্থানে পরিণত হয়েছে।
জলপ্রপাতটি এক নজর দেখার জন্য পর্যটকেরা প্রতিদিন ছুটে আসছেন হামহামে।
কমলগঞ্জ উপজেলা সদর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্ব-দেিণ রাজকান্দি বন
রেঞ্জের কুরমা বনবিট এলাকার প্রায় ১০ কিলোমিটার অভ্যন্তরে দৃষ্টিনন্দন
হামহাম জলপ্রপাতের অবস্থান। স্থানীয় পাহাড়ি অধিবাসীরা এ জলপ্রপাত ধ্বনিকে
হামহাম বলে। তাই এটি হামহাম নামে পরিচিত। সেখানে সরাসরি যানবাহন নিয়ে
পৌঁছার ব্যবস্থা নেই। কমলগঞ্জ-কুরমা চেকপোস্ট পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার
পাকা রাস্তায় স্থানীয় বাস, জিপ ও মাইক্রোবাসে যেতে হয়। বাকি ১০
কিলোমিটার হেঁটে যেতে হয়। কুরমা চেকপোস্ট থেকে চাম্পারায় চা বাগান
পর্যন্ত কাঁচা রাস্তা। সেখান থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে সীমান্ত
এলাকায় ত্রিপুরা উপজাতি পল্লী। বন বিভাগের কুরমা বিটের অরণ্যঘেরা দুর্গম
পাহাড়ি এলাকা তৈলংবাড়ী কলাবন বস্তি। সেখান থেকে হেঁটে রওনা হতে হবে।
প্রায় ছয় কিলোমিটার পাহাড় টিলা ও দুই কিলোমিটার ছড়ার পানি অতিক্রম করে
প্রায় তিন ঘণ্টা এক টানা হেঁটে দেখা মেলবে সেই কাক্সিত রোমাঞ্চকর
নয়নাভিরাম জলপ্রপাত হামহাম। ১৬০ ফুট উচ্চতার এ জলপ্রপাতে কাছে গিয়ে এর
শোঁ শোঁ শব্দ আর ঠাণ্ডা হাওয়ার আবেশে শরীর-মন দু’টিই জুড়িয়ে যাবে। পানির
অপরূপ সৌন্দর্য মনকে আনন্দে ভরে দেবে। কিন্তু যাওয়ার সময় পর্যটকদের
সাবধানে যেতে হবে। কোনো কারণে পা পিছলে পড়ে গেলে বিপদ হবে। হামহাম
জলপ্রপাত দেখতে এলে ট্রেন বা বাসে শ্রীমঙ্গল অথবা ভানুগাছ রেলস্টেশনে নামতে
হবে। সেখান থেকে কমলগঞ্জ উপজেলা চৌমুহনীতে নামতে হবে। এখান থেকে সিএনজি বা
জিপে ইসলামপুর ইউনিয়নের কুরমা পর্যন্ত যেতে হবে। ভাড়া পড়বে ৬০ টাকা।
সকাল ৯টার মধ্যে পৌঁছতে হবে কলাবন এলাকায়। হামহাম জলপ্রপাত এলাকায় বেশি
দেরি করা যাবে না। কারণ দেরি করলে বনের ভেতর সন্ধ্যা হয়ে যাবে। তখন বিপদের
আশঙ্কা রয়েছে। হামহাম জলপ্রপাতটি গত এক বছর আগে লোকচক্ষুর অন্তরালে ছিল।
সংবাদপত্রে এ বিষয়ে খবর প্রকাশের পর পর্যটকদের আগমনে মুখরিত হয়ে উঠেছে
হামহাম জলপ্রপাত। এই শীত মওসুমে হাজার হাজার দেশী-বিদেশী পর্যটকেরা ভিড়
করছেন হামহামের সৌন্দর্যকে দেখার জন্য। সরকার একটু নজর দিলে হামহাম
জলপ্রপাতটি হয়ে উঠবে পর্যটনের আকর্ষণীয় স্থানে।
No comments