বলবয় এত সাহস পায় কোথায়?
গত এক সপ্তাহে তিনবার মাঠে রেফারিদের ওপর হামলা হয়েছে। দুঃখজনক বিষয় হলো
প্রতিবারই কাবের বলবয়ের (পিয়ন পর্যায়ের) হাতে লাঞ্ছিত হয়েছেন রেফারিরা।
এখন
প্রশ্ন হচ্ছে একজন বলবয় এত সাহস পায় কোথায় মাঠের সর্বোচ্চ ক্ষমতার
অধিকারী রেফারির ওপর হাত তোলার। ৩ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে
বিজেএমসির বলবয় আনোয়ার ও ইমরান রেফারিদের ওপর বোতল নিক্ষেপ করেন। একই দিন
গোপালগঞ্জ স্টেডিয়ামে মুক্তিযোদ্ধার বলবয় মামুন রেফারিকে শারীরিকভাবে
আঘাত করে। এ জন্য অবশ্য মুক্তিযোদ্ধাকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল ম্যাচ শেষে শেখ রাসেলের বলবয় সহকারী রেফারি ভুবন মোহন তরফদারের ওপর
হামলা করে। তেড়ে গিয়েছেন দলের খেলোয়াড় ও কর্মকর্তারাও। তাদের মধ্যে
অন্যতম ছিলেন মিডফিল্ডার মামুনুল ইসলাম। ফেডারেশন কাপেও শেখ রাসেলের বলবয়
রেফারির ওপর হামলা করেছিল।
একটি ম্যাচে এক-দুইজন খেলোয়াড় কম থাকলেও খেলা হতে পারে। কিন্তু রেফারি না থাকলে ম্যাচ হবে না। রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। অথচ মাঠের সর্বময় ক্ষমতার অধিকারী রেফারিরা বাফুফের ব্যর্থতায় প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন বলবয়দের দ্বারা।
একটি ম্যাচে এক-দুইজন খেলোয়াড় কম থাকলেও খেলা হতে পারে। কিন্তু রেফারি না থাকলে ম্যাচ হবে না। রেফারি যে সিদ্ধান্ত দেবেন সেটাই চূড়ান্ত। অথচ মাঠের সর্বময় ক্ষমতার অধিকারী রেফারিরা বাফুফের ব্যর্থতায় প্রায় প্রতিদিনই হামলার শিকার হচ্ছেন বলবয়দের দ্বারা।
No comments