ঢাকার নিয়ন্ত্রণেই থাকল বরিশাল
বরিশালকে নাগালেই রেখে দিল ঢাকা। গতকাল রাতের এ খেলায় প্রথম ব্যাটিং করে ১১৪/৯ রান সংগ্রহে সমর্থ হয় বরিশাল বার্নার্স।
শেরেবাংলায়
অনুষ্ঠিত এ ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বরিশাল।
কিন্তু ব্রাড হজ, মাস্টার্ড, আজহার মাহমুদরা এ দিন সুবিধা করতে পারেননি
ব্যাটে। বিশেষ করে ঢাকার বোলারদের নিয়ন্ত্রণাধীন বোলিংয়ের মুখে একেবারেই
সাদামাটা ব্যাটিং করে বরিশালের ব্যাটসম্যানেরা। ইনিংসের সর্বোচ্চ স্কোরার
আজহার মাহমুদ। তিনি করেছেন ৩০ রান ৩৩ বলে। এরপর সাব্বিরের ১৮। লঙ্কান অল
রাউন্ডার পারভেজ মাহারফের ১৫ রান উল্লেখযোগ্য। তবে বল হাতে ঢাকার সফল ছিলেন
প্রায় সব বোলার। মাশরাফি, থমাস, সাকিব আল হাসান, লিডলে প্রত্যেকে নেন
দু’টি করে উইকেট। এর মধ্যে লিডলে ২ উইকেট নেন ১৬ রানে। সাকিব ২২ রানে নেন
দুই উইকেট।
No comments