মহিলা অ্যাথলেটিকসে সেরা যশোর
লুৎফুন নেছা হক বকুল আন্তঃজেলা মহিলা অ্যাথলেটিকসে যশোরের জয়জয়কার। দুই
দিনব্যাপী প্রতিযোগিতায় দলগত ও ব্যক্তিগত চ্যাম্পিয়নশিপ জিতে নিয়েছে
যশোর।
যশোরের
তিন্নি হাসান সুইটি চ্যাম্পিয়ন এবং রনি ভৌমিক রাজবাড়ীর রিক্তার সাথে
যৌথভাবে রানার্সআপ হন। দলগত চ্যাম্পিয়ন যশোর ও রাজবাড়ী রানার্সআপ হয়।
গতকাল প্রতিযোগিতা শেষে বিজয়ীদের পুরস্কৃত করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও
ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। প্রতিযোগিতায় ২৯টি
জেলার ১৬৩ জন অ্যাথলেট অংশ নেন।
No comments