যুক্তরাষ্ট্রের সবচেয়ে জনপ্রিয় রাজনীতিক হিলারি
যুক্তরাষ্ট্রের রাজনীতিকদের মধ্যে সদ্যবিদায়ী পররাষ্ট্রমন্ত্রী হিলারি কিনটন দেশটির সবচেয়ে জনপ্রিয় বলে এক জরিপে উঠে এসেছে।
মার্কিন
প্রেসিডেন্ট বারাক ওবামা ও ভাইস প্রেসিডেন্ট জো বাইডেনকে জনপ্রিয়তায়
ছাড়িয়ে গেছেন তিনি। যুক্তরাষ্ট্রজুড়ে এক জনমত জরিপে দেখা যায়, ২০১৬
সালে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে ৬১ শতাংশ ভোটার
হিলারিকেই দেখতে চান।
তবে ৩৪ শতাংশ ভোটার এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় শুক্রবার এই জরিপের ফলাফল প্রকাশ করে। মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান হিলারি কিনটন। ৬৫ বছর বয়সী হিলারি মন্ত্রিত্ব ত্যাগ করার আগে আর রাজনীতিতে না ফেরার আভাস দিলেও তার প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায়নি।
তবে ৩৪ শতাংশ ভোটার এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানান। যুক্তরাষ্ট্রের কুইনিপিয়াক বিশ্ববিদ্যালয় শুক্রবার এই জরিপের ফলাফল প্রকাশ করে। মাত্র এক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান হিলারি কিনটন। ৬৫ বছর বয়সী হিলারি মন্ত্রিত্ব ত্যাগ করার আগে আর রাজনীতিতে না ফেরার আভাস দিলেও তার প্রত্যাবর্তনের আশা শেষ হয়ে যায়নি।
No comments