অর্ষার প্রজাপতির ডানা
১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে
জিটিভি নির্মাণ করছে ভালোবাসা দিবসের বিশেষ নাটক ‘প্রজাপতির ডানা’। জিটিভির
নিজস্ব প্রযোজনায় নির্মিত এই নাটকটি নির্মাণ করেছেন কমল চাকমা।
অনন্ত
জাহিদের গল্প ভাবনায় নাটকটি রচনা করেছেন রওনক হাসান। এতে বিভিন্ন চরিত্রে
অভিনয় করেছেন - অর্ষা, রওনক হাসান, পিয়াল, আশরাফ-উল-ইসলাম পিপিএম,
আরজুমানারা বকুল প্রমূখ।
মফস্বল
শহরের মেয়ে বিনিতা। বাবা মফস্বল শহরেরই একজন স্বনামখ্যাত পুলিশ অফিসার, মা
গৃহিনী। একমাত্র মেয়ে বিনিতা। একসময় মোবাইলের এসএমএস এর মাধ্যমে এই শহরেরই
এক যুবকেরে সাথে বন্ধুত্ব গড়ে বিনিতা। তারপর বন্ধুত্ব থেকে ভালবাসা জন্মে
দু`জনের মধ্যে। কিন্তু কোন দিন ভুল করেও দু`জনের মাঝে সরাসরি দেখা কিংবা
ফোনে কথা বলাও হয়নি। এ নিয়েই নাটকটির গল্প।
No comments