অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মানেই অন্য কিছু
শচিন টেন্ডুলকার এখন মানসিকভাবে দারুণ উজ্জীবিত। তিনি ঘরোয়া ক্রিকেটে
সেঞ্চুরি পেয়েছেন। এখন অপেক্ষা করছেন আসন্ন অস্ট্রেলিয়ার সাথে টেস্ট
সিরিজ খেলার জন্য।
তিনি
শনিবার বলেন, ঘরোয়া ক্রিকেটে তার প্রস্তুতি ভালোই হচ্ছে। তিনি এখন
অপেক্ষা করছেন বড় ধরনের লড়াই করার জন্য। তিনি শনিবার ওয়াংখেড়
স্টেডিয়ামে বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলা মানেই অন্য কিছু। তাদের
বিপক্ষে সিরিজটি হবে জমজমাট। আমি নিশ্চিত, সবাই এ সিরিজের দিকে তাকিয়ে
আছেন। বড় কোনো ম্যাচের আগে কিছু কিছু ম্যাচ প্র্যাকটিস হিসেবে রূপান্তর
হয়। তিনি সম্প্রতি রঞ্জি চ্যাম্পিয়নস মুম্বাইয়ের হয়ে খেলতে নামেন
ভারতীয় একাদশের বিপক্ষে। শচিন ১৪০ রানে অপরাজিত থাকেন। ভারত সফরকারী
অস্ট্রেলিয়ার বিপক্ষে চারটি টেস্ট খেলবে। চেন্নাইতে ২২ ফেব্রুয়ারি
প্রথমটি অনুষ্ঠিত হবে। ভারত এখন মানসিকভাবে চাপে রয়েছে। কারণ গত বছর নিজ
দেশে ইংল্যান্ডের বিপক্ষে ২-১-এ টেস্ট সিরিজে হেরে যায়। নিজেকে ফিরে
পাওয়ার জন্য অনেক সময় অধিক ম্যাচ না খেলাই শ্রেয়। আমি সময় পেয়েছি
নিজেকে প্রস্তুত করার জন্য। আশা করি অস্ট্রেলিয়ার বিপক্ষেও আমি আমার
সেরাটা দেখাতে পারব। শচিন টেন্ডুলকার ওয়ানডে ক্রিকেট থেকে বিদায়
নিয়েছেন। এমনকি ভারতের হয়ে খেলতে নেমে ভালো করতে পারছিলেন না। তাই অনেকে
মনে করছিলেন, এই মুহূর্তে টেস্ট থেকেও বিদায় নিবেন শচিন। কিন্তু নেননি।
No comments