রাগবি গোপনে নয়
সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে আজ থেকে শুরু হচ্ছে হেলথ ফার্স্ট
মিনি রাগবি প্রতিযোগিতা। ১২টি স্কুলের প্রায় ১৫০ জন প্রতিযোগী অংশ নিচ্ছে এ
টুর্নামেন্টে।
গতকাল
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের সভাকক্ষে সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক
মৌসুম আলী জানান, তিন বছর ধরে আমরা গোপনে রাগবি প্রতিযোগিতার আয়োজন করছি।
কারণ কেউ আমাদের মাঠ দিচ্ছে না। কমলাপুর স্টেডিয়ামে দুপুরের আগেই খেলা শেষ
করতে হয়েছে। ওই সময়ে কে দেখবে। স্কুল-কলেজ লেভেলে রাগবি অত্যন্ত
জনপ্রিয়। শুধু মাঠের অভাবে এই খেলাটিকে ছড়িয়ে দিতে পারছি না। বাংলাদেশ
গেমসের জন্য অলিম্পিক মানা করলেও আমরা বলেছি আপনাদের কোনো খরচ দিতে হবে না।
রাগবি নিজ উদ্যোগে অংশ নিতে চায়। তারপর অলিম্পিক রাজি হয়েছে। পল্টন
ময়দানকে উদ্দেশ্য করে বলেন, এখানেই যদি আমাদের সুযোগ দেয়া হয় তাহলে
প্রমাণ করে দেখাব রাগবির জনপ্রিয়তা। মিনি রাগবির স্পন্সর মনোয়ারা
হাসপাতাল (প্রা:) লিমিটেড এক লাখ ৮০ হাজার টাকা বাজেটের এক লাখ ৪৫ হাজার
টাকা দিচ্ছে।
No comments