ট্রাইব্যুনাল আইন সংশোধনের কথা ভাবছে সরকার লক্ষ্যঃ রাষ্ট্রপক্ষের আপিলের ক্ষমতা বৃদ্ধি

রাষ্ট্রপক্ষের আপিলের মতা বাড়াতে সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের কথা ভাবছে বলে জানিয়েছেন আইন প্রতিমন্ত্রী মো: কামরুল ইসলাম। তিনি বলেন,
আইন অনুযায়ী এখন রাষ্ট্রপ শুধু খালাসপ্রাপ্ত মামলাগুলোর বিরুদ্ধে আপিল করতে পারে। তাই আপিলের ক্ষমতা বাড়াতে এই উদ্যোগ নেয়া হচ্ছে। গতকাল সকালে নিজ বাসায় তিনি সাংবাদিকদের এ কথা জানান।

আইন প্রতিমন্ত্রী বলেন, প্রস্তাবিত সংশোধনীর ফলে রাষ্ট্র শুধু খালাসের বিরুদ্ধে নয়, সংুব্ধ হলে পূর্ণাঙ্গ রায়ের বিরুদ্ধেও আপিল করতে পারবে। দ্রুতই এই সংশোধনী জাতীয় সংসদে তোলা হবে বলে জানান তিনি।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ২১ এর ২ ধারায় বর্তমানে শুধু অভিযুক্ত ব্যক্তি কোনো মামলায় খালাস পেলে সেই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ রয়েছে রাষ্ট্রপরে।

কামরুল ইসলাম বলেন, আইনমন্ত্রী বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তিনি দেশে ফেরার পর আইন সংশোধনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

বিদ্যমান আইনে সাজার বিরুদ্ধে আসামিপক্ষের আপিল করার সুযোগ রয়েছে। একমাত্র কোনো অভিযোগ থেকে আসামি খালাস পেলে এর বিরুদ্ধে প্রসিকিউশন পক্ষ আপিল করতে পারে। গত ৫ ফেব্রুয়ারি জামায়াত নেতা আব্দুল কাদের মোল্লার বিরুদ্ধে ট্রাইব্যুনালের দেয়া রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের আপিলের বিষয়টি ওঠে আসে।

       

No comments

Powered by Blogger.