ঠাকুরগাঁওয়ে ভাগনের হাতে মামা খুন
ঠাকুরগাঁওয়ে জমি নিয়ে সংঘর্ষে ভাগনের হাতে মামা হেকমত আলী (৫৫) খুন
হয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কশালগাঁও গ্রামে এ ঘটনা
ঘটে।
জানা
যায়, ঠাকুরগাঁও সদর উপজেলার কশালগাঁও গ্রামে বুধবার দুপুরে জমি নিয়ে
হেকমত আলী ও তার ভাগনে আবদুলের বাগি¦তণ্ডা হয়। একপর্যায়ে উভয়ের পরিবারের
মধ্যে সংঘর্ষ বাধে।
সংঘর্ষে হেকমত আলী, আবদুল ও আলেকজান আহত হন। তাদের তাৎণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুরে হেকমত আলী সদর হাসপাতলে মারা যান।
সংঘর্ষে হেকমত আলী, আবদুল ও আলেকজান আহত হন। তাদের তাৎণিকভাবে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরদিন বৃহস্পতিবার দুপুরে হেকমত আলী সদর হাসপাতলে মারা যান।
No comments