জেলা ফুটবলের ফল
প্রাইম ব্যাংক যশোর জেলা ফুটবলে গতকাল শৌখিন ক্রীড়াচক্র ২-০ গোলে তপন
স্মৃতি সংসদকে পরাজিত করে। জয়ী দলের পক্ষে দু’টি গোলই করেন সাকিব।
নাটোর
জেলায় কান্ধিভিটা ক্রীড়াচক্র সুমনের জোড়া গোলে ২-০ এ হারায় গুরুদাসপুর
উপজেলা ক্রীড়া সংস্থাকে। জামালপুর জেলায় ১-১ গোলে ড্র করেছে সুমন স্মৃতি
একাদশ ও জাগরণী কাব। সুমনের পক্ষে ডন ও জাগরণীর পক্ষে রনি গোল করেন।
No comments