ঢাকার কাছে পাত্তাই পায়নি বরিশাল
বরিশালকে পাত্তাই দিলো না ঢাকা গ্ল্যাডিয়েটরস। গতকাল জিতেছে তারা এ ম্যাচ
৪৪ বল হাতে রেখে আট উইকেটে। শেরেবাংলায় অনুষ্ঠিত এ ম্যাচে সাকিব আল হাসান
অল রাউন্ড নৈপুণ্য প্রদর্শন করেন।
বল
হাতে দুই উইকেট নেয়ার পর ব্যাটিংয়ে ৩১ বলে করেন ৫৪ রান। একটি ছক্কা ও
সাতটি বাউন্ডারি ছিল তাতে। এ ম্যাচে নিজেকে খুঁজে পেয়েছেন লঙ্কান
ব্যাটসম্যান তিলকরত্বে দিলশান। ওপেনিংয়ে নেমে ৪৯ রানে অপরাজিত থেকে দলকে
নিয়ে যান জয়ের বন্দরে। এ জয় নিয়ে আবারো পয়েন্ট তালিকার শীর্ষে উঠল
ঢাকা। ৯ খেলায় তাদের পয়েন্ট ১৪। এর আগে প্রথম ব্যাটিং করে ১১৪/৯ রান
করেছিল বরিশাল ঢাকার নিয়ন্ত্রণাধীন বোলিংয়ের মুখে। আজহার মাহমুদ করেছিলেন
সর্বোচ্চ ৩০ রান ৩৩ বলে। সাকিব, থমাস, মাশরাফি ও লিডলে নেন দু’টি করে
উইকেট। সমান খেলায় পরাজিত হওয়া বরিশালের পয়েন্ট ৬।
এ দিকে বিপিএলে আজ কোনো খেলা নেই।
এ দিকে বিপিএলে আজ কোনো খেলা নেই।
No comments